নিজস্ব সংবাদদাতাঃ রাখির দিনের সাজ কেমন হবে, সেই নিয়ে কিছু ভাবুন। আচ্ছা ঠিক আছে, ভাবতে হবে না। আপনাকে রাখির সাজ নিয়ে ফ্যাশন টিপস দিচ্ছি আমরা। আপনি শুধু বেছে নিন কোন সাজটি আপনার বেশি পছন্দ।
সাদা শিফন শাড়ি দেখতে খুবই সুন্দর লাগে। তাতে যদি ছোট ছোট কাজ করা থাকে আরও ভাল দেখায়। সঙ্গে সেই শাড়ির সঙ্গে মিলিয়েই আপনি ফুল স্লিভ ব্লাউজ পরতে পারেন। খুব ভাল দেখাবে। চোখের মেকআপ হালকা রাখুন। ঠোঁটের রঙে গুরুত্ব দিন। বেছে নিন পছন্দের মতো কানের দুল। একটা ছোট টিপ পরতে ভুলবেন না।
বিভিন্ন প্যাটার্নের সালোয়ার-কামিজ এখন পাওয়া যায়। কামিজটি লং ড্রেসের মতো গোড়ালি ঝুলের হতে পারে। খুব ভাল দেখায়ও। তার সঙ্গে ম্যাচ করে ওড়না নিন।
শুধুই সাদা নয়, রঙিন সিল্কও ট্রাই করতে পারেন এই দিন। বিশেষ করে সন্ধ্যার অনুষ্ঠানে সিল্কের শাড়ি আরও ভাল দেখাবে। চুল খোলা রাখতে পারেন। কানে ঝুমকা পরুন। খুব ভাল দেখাবে আপনাকে।