নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার ডিএ থেকে শুরু করে অ্যাডিনোভাইরাসে শিশু মৃত্যু, পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ রবিবার টুইট করেন, 'খাজনার চেয়ে বাজনা বেশি। পেডিয়াট্রিক হেলথ কেয়ারের অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর কোনও উদ্যোগ নেই। বাচ্চাদের মৃত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। সরকারি কর্মীদের মাথাপিছু ৩ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে 'রাস্তা-শ্রী'-র প্রচারের বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করা হবে। কারণ গ্রাম পঞ্চায়েতগুলি হল তৃণমূলের কাছে মাখন এবং রুটির সমান।'