নিজস্ব সংবাদদাতাঃ নব্বইয়ের দশকের পুরনো ট্রেন্ডই ছিল রাফলড শাড়ি। নানা রকম ভাবে রাফলড শাড়ি স্টাইল করা যায়। শাড়ির ধার আর আঁচলে রাফল ডিটেলিংই আপনার রেট্রো শাড়ি লুকে একটা আলাদাই মাত্রা যোগ করবে। আপনি এই ধরনের শাড়িতে বোল্ড লুক চাইলে অথবা নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বানাতে চাইলে কনট্রাস্ট কালার অথবা একই কালারের রাফল ডিজাইনের লেয়ার তৈরি করে নিতে পারেন।
বিভিন্ন ফ্যাশন শো থেকে রেড কার্পেট, এমনকি স্ট্রিট স্টাইলেও বেশ পপুলার হয়েছে রাফলড শাড়ি। আজকাল প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে, রাফলড শাড়ির ক্রেজ। আর এই শাড়ির সঙ্গে ড্রামাটিক লুকটাই কুল।শাড়ির মাধ্যমে রেট্রো ট্রেন্ড ফ্লন্ট করতে কে না চায়? তাই জেনে নিন- রাফলড শাড়ির সৌন্দর্য আর উৎসবের মরসুমে কী ভাবে তা আপনাকে আরও মোহময়ী করে তুলতে পারে।