নিজস্ব সংবাদদাতাঃ মিরাটে গিয়ে ফের একবার নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করলেন দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর। তিনি বলেন, "আমি রাজ্যসভার চেয়ারম্যান। লোকসভা একটি বিশাল জায়গা যেখানে কখনও মাইক বন্ধ করা হয়নি। কেউ বাইরে গিয়ে বলে যে এই দেশে মাইক বন্ধ আছে। হ্যাঁ, জরুরী অবস্থার সময় চলাকালীন একটা সময়ে মাইক বন্ধ ছিল।'' দেখে নিন ভিডিও...