নিজস্ব সংবাদদাতাঃ রঙীন থাইল্যান্ড এখন দূষণের কালো বিষে আচ্ছন্ন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকাশ-বাতাস এখন বিষাক্ত। দূষণ থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। জরুরী কাজ ছাড়া মানুষদের বাড়ি থেকে বের না হওয়ার পরমার্শ দিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ব্যাংককে বায়ুদূষণের মাত্রা এত বেড়ে গিয়েছে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গোটা ব্যাংকক ঘন দূষিত ক্ষতিকারক ধোঁয়াশায় ঢাকা। দূষণের মাত্রা এতটাই বেশি যে রাস্তায় মানুষদের বের হতে হলে লাগছে অন্তত দুটি মাস্ক। জানা গিয়েছে, কেউ তীব্র শ্বাসকষ্ট, কেউ আবার চোখে লালভাব নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দিন দিন হাসপাতালে ভিড় বাড়ছে। থাইল্যান্ডের মোট ২ লক্ষাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। বিষাক্ত বাতাস ঠিক করতে থাইল্যান্ড প্রশাসন নানা পদক্ষেপ নিলেও কাজে আসছে না কিছুই।