নিজস্ব সংবাদদাতাঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ওড়িশার ভীতরকনিকা। যা ওড়িশার কেন্দ্রপদ জেলায় প্রায় ৬৫০ বর্গ স্কোয়ার জুড়ে অবস্থিত। একে ওড়িশার মিনি অ্যামাজনও বলা হয়।
বিভিন্ন বিপন্ন প্রজাতি যেমন নোনা জলের কুমির, জলের টিকটিকি এবং কয়েকটি প্রজাতির অজগরের বাসস্থান হল এই ভিতরকণিকা।