নিজস্ব সংবাদদাতাঃ ভারতের শীর্ষস্থানীয় বোতলজাত মিনারেল ওয়াটার বিসলেরি অফিসিয়াল হাইড্রেশন পার্টনার হিসাবে দিল্লি ক্যাপিটালসের সাথে অংশীদারিত্বের ঘোষণা করেছে। তিন বছরের জন্য এই চুক্তি করে বিসলেরি। চলতি বছরই এই পার্টনারশিপ শুরু হবে বলে জানান লেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারপার্সন জয়ন্তী চৌহান।