নিজস্ব সংবাদদাতাঃ বুধবার একটি অপটিক্যাল জ্য়োতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য কিংহাই-তিব্বতীয় মালভূমিতে একটি বিশ্বমানের জায়গার বিবরণ প্রকাশ্যে আনল চিনের ন্যাশানাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজ। নেচার জার্নালে এই ঘোষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ৪.২০০-৪,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি উত্তর-পশ্চিম চিনের কিংহাই প্রদেশের লেংহু বা কোল্ড লেক নাম একটি শহরের কাছে এই শিখরটি অবস্থিত।
এনএওসি-র বৃহত অপটিক্যাল ও ইনফ্রারেড টেলিস্কোপ টিমের প্রধান অধ্যাপক দেং লিকাইয়ের মতে, লেংহুতে মহাকাশবিজ্ঞান পর্যবেক্ষণের জন্য পশ্চিম গোলার্ধের শীর্ষ পর্যায়ের একটি পর্যবেক্ষণকক্ষের মতো। ২০১৭ সালে এই জায়গাটি প্রথম নির্বাচন করা হয়। ,স্থানীয় প্রশাসনের সহায়তায় তারা লেংহু শহরের কাছে সাইশিটেং পাহাড়ের ২০০মিটার উচ্চতায় সম্ভাব্য স্থানে প্রাথমিক কাঠামো নির্মাণ সম্পন্ন করেছেন।