নিজস্ব সংবাদদাতাঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার চীনের রাবার স্ট্যাম্প পার্লামেন্টের চলমান বার্ষিক সভায় ৬৩ বছর বয়সী লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। লি কিয়াং চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন, যিনি সোমবার শেষ হওয়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে অবসর নিচ্ছেন। লি কিয়াং ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের প্রাদেশিক পার্টি সেক্রেটারি থাকাকালীন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। গত অক্টোবরে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির দুই নম্বর পদে নিযুক্ত হওয়ার পর তাকে প্রধানমন্ত্রী পদে বসানো হয়।