আজ ইডির সামনে হাজিরা দেবেন কে কবিতা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জড়ো হয়েছেন বিআরএস কর্মীরা

author-image
Harmeet
New Update
আজ ইডির সামনে হাজিরা দেবেন কে কবিতা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জড়ো হয়েছেন বিআরএস কর্মীরা

নিজস্ব সংবাদদাতাঃ ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) এমএলসি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে দিল্লি মদ নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হওয়ার কথা রয়েছে।সেই জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জড়ো হয়েছেন বিআরএস কর্মীরা। সংসদের চলতি বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল উত্থাপনের দাবিতে শুক্রবার জাতীয় রাজধানীর জন্তর মন্তরে অনশন শুরু করেন কবিতা। শুক্রবার দিল্লিতে অনশনের কথা উল্লেখ করে তিনি তদন্ত সংস্থাকে শনিবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ স্থগিত রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে একই মামলায় গ্রেফতার করেছে ইডি।