নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার গভীর রাতে হাওড়ার ঘুসুড়িতে একটি বহুতল নির্মীয়মান ভবনে আগুন লাগে। রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ডের কাছে ভবনের ছয় তলায় হঠাৎ আগুন লাগে। সূত্রে খবর, ঢালাইয়ের পর ভবনের ছাদে কাঠ এবং বাঁশ মজুত ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ এবং বাঁশ। ওই নির্মীয়মান ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত দেন। ঘটনার পর স্থানীয়রা মালিপাঁচঘড়া থানা এবং দমকলে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।