নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে তিন কিশোর! পাকিস্তানের হাতে তুলে দিল ভারত

author-image
Harmeet
New Update
নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে তিন কিশোর! পাকিস্তানের হাতে তুলে দিল ভারত

 
মনজীত সিং, কাশ্মীরঃ
নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গিয়েছিল তিন কিশোর। শুক্রবার তাঁদের সসম্মানে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে ৩ পাকিস্তানি কিশোর নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে পৌঁছেছিল। যদিও সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে সেনাবাহিনীর জওয়ানরা। এরপর আজ তিন কিশোরকে চাক্কা দা বাগে পাক প্রশাসনের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।
  আটক তিন কিশোর পাকিস্তানের বাসিন্দা। তাঁরা জানায়, তারা চারজন কিশোর ছিল এবং মাছ ধরছিল। ভুল কওরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে পৌঁছেছিল। এক কিশোর জানায়, 'পাকিস্তানে বলা হয় যে ভারতীয় সেনাবাহিনী খুব নিষ্ঠুর এবং ভারতে ঢুকলেই মুসলমানদের গুলি করে। কিন্তু ভারতে এরকম কিছুই নেই।'