মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আহত AIDSO কর্মী-সমর্থকরা

author-image
Harmeet
New Update
মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আহত AIDSO কর্মী-সমর্থকরা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ রাজ্যে ৮২০৭টি সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল AIDSO। সেই ধর্মঘটের সমর্থনে শহরে মিছিল-পিকেটিং করে সংগঠনের সদস্যরা। ধর্মঘটের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন AIDSO সমর্থকরা, তখনই হামলার অভিযোগ উঠে টিএমসিপি-র বিরুদ্ধে। দুই পক্ষের সংঘর্ষে জখম তিনজন AIDSO কর্মী। এদিন সকাল থেকে ধর্মঘটের সমর্থনে AIDSO-র পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং শুরু হয়। মেদিনীপুর কলেজ গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছিল AIDSO সমর্থকরা। সেখানেও টিএমসিপি (তৃণমূল ছাত্র পরিষদ)-এর কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম হয়েছেন দীপঙ্কর বেরা, পার্থ মাজি নামে দুই ছাত্র। AIDSO-র অভিযোগ, মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেই, বহিরাগতরা এসে হামলা চালিয়েছে। একইভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটেও বহিরাগত টিএমসিপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে বিবেকানন্দ বর্মন, তাপস জানা, মলয় দাস নামে তিনজন AIDSO কর্মী আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। AIDSO-র জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ বলেন, "মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি বহিরাগত গুণ্ডা এনে হামলা চালিয়েছে। আহতদের মধ্যে দু'জনকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।" হামলার অভিযোগ অস্বীকার করেছেন টিএমসিপি'র জেলা সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, "টিএমসিপি কোথাও হামলা চালায়নি। সাধারণ ছাত্র-ছাত্রীরা গেটে ঢুকতে পারছিল না। তখনই তাদের সঙ্গে বচসা হয়।"