নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের একটি অ্যাপার্টমেন্ট নির্মাণাধীন কারখানার শ্রমিকরা ১১০টিরও বেশি বোমা, শেল, মাইন, গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার করেছে। পিয়ংইয়ং সিটি পাবলিক সিকিউরিটি ব্যুরোর বিশেষজ্ঞরা ডিভাইসগুলো শনাক্ত ও নিষ্পত্তি করেছেন বলে জানা গিয়েছে। সূত্রে খবর, "হোয়াসং এলাকার আবাসন নির্মাণ সাইটে পাওয়া বিস্ফোরকগুলো মরিচাযুক্ত ছিল তবে যে কোনও সময় বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে।" পিয়ংইয়ংয়ে জীবনযাত্রার মানোন্নয়নের অংশ হিসেবে দেশটির নেতা কিম জং উন সেখানে ৫০ হাজার নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রকল্প চালু করেছেন।