৩ বিজেপি কর্মী গ্রেপ্তার, হীরাপুর থানায় বিক্ষোভ

author-image
New Update
৩ বিজেপি কর্মী গ্রেপ্তার, হীরাপুর থানায় বিক্ষোভ

রাহুল পাসোয়ান, আসানসোল: বৃহস্পতিবার রাতে হীরাপুর থানার পুলিশ এলাকার বিভিন্ন জায়গা থেকে কৌশিক গুপ্ত, রাজীব সাহা এবং বসন্ত দাস নামে তিনজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তারের খবর শুনে বৃহস্পতিবার রাতে বিজেপির নেতৃত্ব হীরাপুর থানাতে যোগাযোগ করলে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। শুক্রবার সকালে বিজেপির যুব মোর্চার বাপ্পা চ্যাটার্জী, জেলা কনভেনার শিবরাম বর্মন, কৃষ্ণেন্দু মুখার্জি সহ একাধিক নেতৃত্ব হীরাপুর থানাতে বিক্ষোভ দেখান। কৃষ্ণেন্দু মুখার্জি জানান, বৃহস্পতিবার রাতে হীরাপুর থানার পুলিশ বিনা ওয়ারেন্টে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। কৌশিক গুপ্ত নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করার কারণে নির্বাচনের পর তার বাড়ি ভাঙচুর হয়। নির্বাচনের ফল ঘোষণা হবার পর সে দলের সাথে কোন সম্পর্ক রাখে না।  ৩ নং মন্ডলের সম্পাদক রাজীব সাহা এবং বিজেপির কর্মী বসন্ত দাসকে বিনা কারণে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বাপ্পা চ্যাটার্জী জানান, বিজেপি করার অপরাধে নির্বাচনের ফল ঘোষণা হবার পর বিজেপি কর্মীদের উপর অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। গতকাল হাইকোর্টের রায় ঘোষণার পরও প্রশাসনকে কাজে লাগিয়ে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীদের। আদালত সূত্রে জানা যায় তিনজনের বিরুদ্ধে ৩৯৯/৪০২/২৫/২৭ ধারায় মামলা দিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।