নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বকেয়া ডিএ , স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। যার ফলে রাজ্যের স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম শহরের মর্নিং স্কুলগুলোতে গিয়ে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এরপর ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় সংগঠনের পক্ষ থেকে। সেই সঙ্গে কাজে যোগ না দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের SDPO-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে আন্দোলনকারীদের মধ্যে ৯ জনকে জোরপূর্বক আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। অপর দিকে ডি আই অফিসের মূল দরজা বন্ধ করে আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। জানা গিয়েছে, কোর্টেও কোনো কাজ হচ্ছে না। স্কুলগুলো খোলা থাকলেও ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার কম।