নিজস্ব সংবাদদাতাঃ ফের বিতর্কে জড়িয়ে পড়লেন সাকিব আল হাসান। মেজাজ হারিয়ে প্রকাশ্যে পেটালেন ভক্তকে। সম্প্রতি এমনই একটি ঘটনা উঠে এসেছে সংবাদমাধ্যমে। জানা গিয়েছে, পোশাক বিক্রির একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিব। যথারীতি সেখানে উপচে পড়েছিল ভিড়। ভিড় ঠেলে সাকিব এগিয়ে যাচ্ছিলেন তার গাড়ির দিকে। হঠাৎ এক ভক্ত সাকিবের মাথায় থাকা টুপি কেড়ে নেয়ার চেষ্টা করেন। এরপরেই মেজাজ হারান তারকা ক্রিকেটার। টুপি দিয়েই একাধিকবার সেই ব্যক্তিকে সাকিব আঘাত করেছেন বলে জানা গিয়েছে।