উড্ডয়নের আগেই কোরীয় বিমানের ভেতর থেকে গুলি উদ্ধার

author-image
Harmeet
New Update
উড্ডয়নের আগেই কোরীয় বিমানের ভেতর থেকে গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি গুলি উদ্ধারের পর ২৩০ জন আরোহী নিয়ে কোরিয়ান এয়ার লাইনস কোম্পানি লিমিটেডের একটি বিমানকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ম্যানিলাগামী বিমানটি স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল এবং নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষার পর তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলার কোনো ঝুঁকি না পাওয়ায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইনচিয়ন ত্যাগ করে। ২১৮ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ আগে এক যাত্রী ৯ মিলিমিটার বুলেট দেখতে পান, যার ফলে বিমানটি টার্মিনালে ফিরে আসে। এক পুলিশ কর্মকর্তা বলেন, 'বিমানে কীভাবে গুলি ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে।' কোরিয়ান এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, 'বিমান সংস্থাটি পুলিশের তদন্তের ফলাফল পর্যবেক্ষণ করছে।' উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় কঠোর অস্ত্র আইন রয়েছে যেখানে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০০ মিলিয়ন ওন (৭৫,৩০০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।