নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বৃহস্পতিবার পুর দফতরের বাজেট আলোচনার জবাবি ভাষণে বক্তব্য রাখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেই সময়েই কাটমানির অভিযোগ নিয়ে মুখ খুললেন ফিরহাদ। তিনি বলেন, ‘সবসময় যদি ভাবি কাটমানি, তাহলে পজিটিভিটি নষ্ট হয়। এতে নেগেটিভিটি বাড়ে। আমরাও তো কত কিছু শুনি।’ এর পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এদিন আরও একবার সরব হন রাজ্যের মন্ত্রী। বিধানসভায় তিনি বলেন, 'কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই রাজ্যে আর্থিক সংকট রয়েছে। সেই কারণে নতুন কোনও পুরসভা করার চিন্তা করা যাচ্ছে না।’ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ জানান, ‘জনগণনার পরে রাজ্য জুড়ে ওয়ার্ড ভিত্তিক ডিলিমিটেশন করা হবে। রাজ্য নির্বাচন কমিশনকে আমরা সুপারিশ করব এটি করার জন্য।’