রাজ্যে পোস্ত চাষের অনুমতি চান মমতা

author-image
Harmeet
New Update
রাজ্যে পোস্ত চাষের অনুমতি চান মমতা

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য বিধানসভায় খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জবাবি বক্তব্য পেশ করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই সময় বিকেলে বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রথীন ঘোষের বক্তব্য শেষ হওয়ার পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেই সময় রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, ‘সব পোস্ত ড্রাগ নয়’। কেন্দ্র যাতে বাংলায় পোস্ত চাষের অনুমতি দেয়, সেই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগে পোস্ত চাষের অনুমতি চেয়ে ৩ মার্চ কেন্দ্রকে চিঠিও দিয়েছে নবান্ন। এবার বিধানসভাতেও সেই পোস্ত চাষের অনুমতি পাওয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বাঙালির খাদ্যতালিকায় অন্যতম পছন্দের একটি জিনিস হল পোস্ত। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে এদিন বিরোধী শিবির বিজেপিকেও খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় এদিন তিনি বলেন, ‘কি বিরোধী বন্ধুরা আপনারা তো পোস্ত খান। কেন্দ্রকে লিখুন, অন্য রাজ্যের থেকে আমাদের পোস্ত কিনতে হচ্ছে। কিছু ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হয়। সব রাজ্য পোস্ত চাষ করার অনুমতি পেলে আমরা কেন পাব না?’