নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্নীতির অভিযোগে তাকে আদালতে হাজির করা হবে। ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্ব দেওয়া মুহিউদ্দিন হবেন দেশটির দ্বিতীয় নেতা যিনি দায়িত্ব ছাড়ার পর অভিযুক্ত হবেন। দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, ৭৫ বছর বয়সী মুহিউদ্দিনের বিরুদ্ধে তার ১৭ মাসের শাসনামলে সরকারি প্রকল্পে অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে শুক্রবার বেশ কয়েকটি অভিযোগ আনা হবে। এতে বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় জাতিগত মালয় ঠিকাদারদের জন্য অর্থনৈতিক প্রণোদনা কর্মসূচি সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এজেন্সিতে পৌঁছানোর পরপরই মুহিউদ্দিনকে আটক করা হয়।