নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেন থেকে শস্য রফতানি পুনরায় শুরু করার অনুমতি দেওয়া চুক্তির মেয়াদ বাড়ানো "জটিল" হয়ে উঠছে কারণ এটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। ল্যাভরভ বলেন, 'রাশিয়ার শস্য ও সার রফতানির জন্য চুক্তির ধারাগুলো বহাল রাখা হচ্ছে না এবং যদি প্যাকেজটি অর্ধেক পূরণ করা হয় তবে সম্প্রসারণের বিষয়টি বেশ জটিল হয়ে উঠবে।'