স্পেনে পটাশ খনিতে ধস

author-image
Harmeet
New Update
স্পেনে পটাশ খনিতে ধস

নিজস্ব সংবাদদাতাঃ স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের একটি পটাশ খনিতে বৃহস্পতিবার একটি দুর্ঘটনার পর ভূগর্ভের গভীরে আটকে পড়েছে তিনজন। খনির এক মুখপাত্র বলেন, 'প্রায় ২,৯৫০ ফুট গভীরে তিনজন আটকে পড়েছে এবং কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা যায় তা নিয়ে আমরা কোম্পানির সঙ্গে কাজ করছি।' বার্সেলোনা থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সুরিয়াতে একটি খনি ধসে পড়ার পর এই দুর্ঘটনা ঘটে বলে আঞ্চলিক পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তারা একটি কুকুর ইউনিটসহ উদ্ধার অভিযানে সহায়তার জন্য বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে এবং জরুরি পরিষেবাগুলো দুটি মেডিকেল হেলিকপ্টার এবং মনোবিজ্ঞানীদের একটি দল ওই অঞ্চলে প্রেরণ করেছে। সূত্রে খবে, খনিটি ইসরায়েলের আইসিএল গ্রুপের স্প্যানিশ শাখা আইসিএল আইবেরিয়ার মালিকানাধীন।