New Update
নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছেন বিরোধীরা। এরই মাঝে সিপিআই (এম), সিপিআই, কংগ্রেসের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ত্রিপুরার নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রশাসনের সঙ্গে দেখা করবে। এমনটাই জানিয়েছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি আরও জানান, 'প্রতিনিধি দলটি ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে দেখা করার চেষ্টা করবে। আগামীকাল এই প্রতিনিধি দল ত্রিপুরায় যাচ্ছে।' প্রতিনিধি দলে রয়েছেন সিপিআই (এম) সাংসদ এলামরাম করিম, পিআর নটরাজন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এ এ রহিম। এছাড়া রয়েছেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম, রাজ্যসভা ও লোকসভার একজন করে কংগ্রেস সাংসদ। অজয় কুমার প্রতিনিধি দলের অংশ হবেন।
latestnews
CPI(M) General Secretary
bengalinews
cpi
breakingnews
congress
post poll violation
cpim
tripura
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
TrendingNews
anmnews
news
india
Sitaram Yechury