নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশনে আজকের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিরোধী দলের নেতা প্রতাপ সিং বাজওয়া বলেছেন, মুখ্যমন্ত্রী যদি সংসদে থাকেন তবে দল সংসদের কার্যক্রমে অংশ নেবে না। তিনি বলেন, 'বিধানসভা চালানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীর। প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মায়ের ন্যায়বিচারের দাবিতে প্রতাপ সিং বাজওয়ার নেতৃত্বে কংগ্রেস বিধায়করা পাঞ্জাব বিধানসভা থেকে ওয়াক আউট করেন।' সিধু মুসেওয়ালা ইস্যুতে কংগ্রেস বিধায়করা কূপে গিয়ে স্লোগান দিচ্ছেন। মন্ত্রী কুলদীপ ধালিওয়ালের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। মন্ত্রী বলেন, '৮০ সাল থেকে এখন পর্যন্ত কংগ্রেস ও অকালি দলের নেতারা হাজার হাজার মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন।'