'দ্রুত তালিবানরা এগিয়ে আসছে', আগেই আমেরিকার কাছে খবর ছিল?

author-image
Harmeet
New Update
'দ্রুত তালিবানরা এগিয়ে আসছে', আগেই আমেরিকার কাছে খবর ছিল?

নিজস্ব সংবাদদাতাঃ ফের সমালোচনার মুখে জো বাইডেন। এক মার্কিন সংবাদমাধ্যম চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্ট অনুযায়ী, কাবুলে আমেরিকার দূতাবাসের ২৩ জন আধিকারিক জানিয়েছিলেন যে, দ্রুত তালিবানরা এগিয়ে আসছে। আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়লেন কাবুলের পতন হবে।