ইউক্রেনের খার্কিভ ও ওডেসা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা: কর্মকর্তারা

author-image
Harmeet
New Update
ইউক্রেনের খার্কিভ ও ওডেসা অঞ্চলে ক্ষেপণাস্ত্র  হামলা: কর্মকর্তারা

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চল লক্ষ্য করে রাশিয়া হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। তিনি জানান, খার্কিভ এবং ওডেসা অঞ্চলে রাশিয়া প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবোভ বলেন,'আক্রমণকারীরা গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।' অন্যদিকে ওডেসা অঞ্চলের গভর্নর মাকসিম মার্চনেকো বলেন, 'ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনেছে এবং আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।'