ক্রমেই তালিবানদের অস্বস্তির কারণ হয়ে উঠছেন আমরুল্লাহ সালেহ?

author-image
Harmeet
New Update
ক্রমেই তালিবানদের অস্বস্তির কারণ হয়ে উঠছেন আমরুল্লাহ সালেহ?



নিজস্ব সংবাদদাতাঃ
যতদিন এগোচ্ছে ততই তালিবানদের অস্বস্তির কারণ হয়ে উঠছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। আমরুল্লাহ সালেহ আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। রবিবার যখন কাবুলকে তালিবানরা দখল করে, তখন খবর পাওয়া যায় যে আমরুল্লাহ রাষ্ট্রপতি আশরাফ ঘানির সঙ্গেই দেশ ছেড়ে চলে গেছেন। যদিও তিনি পরে বলেছিলেন যে তিনি দেশে আছেন।

 এখন খবর পাওয়া যাচ্ছে যে আমরুল্লাহ সালেহ পাঞ্জশিরে আছেন। পাঞ্জশির নেতা আহমেদ মাসুদের সঙ্গে বৈঠকের একটি ছবিও শেয়ার করা হয়েছে। বিশিষ্ট মহলের দাবি, সালেহ এবং মাসুদ তালিবানি সন্ত্রাস মোকাবিলায় একটি কৌশল তৈরি করছে। শুধু তাই নয়, আমরুল্লাহ সালেহ তার গোপন আস্তানা থেকে ঘোষণা করেছেন দেশের সংবিধান অনুযায়ী তিনিই এখন আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট এবং তিনি তালেবানের সরকার মানবেন না।