বৃন্দাবনে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে হোলি, রইল ভিডিও

author-image
Harmeet
New Update
বৃন্দাবনে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে হোলি, রইল ভিডিও


নিজস্ব সংবাদদাতাঃ
গতকাল মঙ্গলবার থেকে হোলির আনন্দে মেতে উঠেছেন গোটা দেশবাসী। আজ বুধবারও সেই আনন্দ ফিকে হয়ে যায়নি। আজও দেশের বহু জায়গায় পালিত হচ্ছে হোলি। এদিকে উত্তর প্রদেশের বৃন্দাবনও হোলির রঙে কার্যত ঢেকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বৃন্দাবনের শ্রী বাঙ্কে বিহারী মন্দিরে হোলি উপলক্ষে প্রার্থনা করতে ভক্তরা ভিড় করেছেন। সেইসঙ্গে হোলিও খেলছেন।