নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতি দমন করতে তৎপর ইডি। দিল্লির আবগারি নীতির কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা অব্যাহত রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে ও বিআরএস বিধায়ক কে কবিতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল ৯ মার্চ তলব করা হয়েছে। জানা গিয়েছে, আবগারি নীতির কেলেঙ্কারির তদন্তে 'সাউথ গ্রুপ'-এর নামও উঠে আসে। অভিযোগ ছিল যে আম আদমি পার্টির নেতারাও এই গোষ্ঠীর কাছ থেকে ১০০ কোটি টাকা পেয়েছিলেন। জানা গিয়েছে, এই সাউথ গ্রুপে ছিলেন ওয়াইএসআরসিপি সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি, তাঁর ছেলে মাগুন্তা রাঘব রেড্ডি এবং ভারত রাষ্ট্র সমিতির এমএলসি কবিতা।