নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জশির... কাবুলের এই জায়গাটি বরাবরই তালিবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত । ১৯৯৬-সালে যখন গোটা আফগানিস্তান প্রায় তালিবানদের দখলে তখনও পঞ্জশিরে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল স্থানীয় নেতা তথা আহমেদ শাহ মাসুদের বাহিনী। এরপর ২০০১ সালে আল-কায়দা জঙ্গিদের হাতে খুন হতে হয় আহমেদ শাহ মাসুদকে । ভেবেই নেওয়া হয়েছিল যে এবার হয়তো তালিবানদের দখলে এই জায়গাটিও চলে যাবে। কিন্তু তারপরও পঞ্জশির দখল করতে পারেনি তালিবানরা। উলটে, মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে তালিবান মুক্ত করার কাজে হাত লাগিয়েছিল আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের বাহিনী। আর বর্তমানে সেই মাসুদের বাহিনীই ফের আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহর সঙ্গে হাত মিলিয়ে তালিবানদের রুখে দিল। বর্তমানে তালিবানরা কাবুলে ঢুকে পড়লেও কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরের এই প্রদেশ এখনও তালিবান মুক্ত।