নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ২০ দশক পর ফের আফগানিস্তান তালিবানদের দখলে। যদিও একটা জায়গা এখনও নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি তালিবানরা। আর তা হল পঞ্জশির প্রদেশ। সম্প্রতি তা দখল করতে গেলে আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বাহিনী তালিবানদের রুখে দেয়। যার জেরে কিছুটা পিছু হটে যায় জেহাদিরা। তবে এই বিক্ষোভ চলবে বলে সাফ জানিয়েছে তালিবানরা। এমনকি এলাকা থেকে তালিবানরা এক চুলও নরবে না বলে জানিয়েছে গোষ্ঠী। তবে বিশিষ্ট মহলের প্রশ্ন, আদৌ কী পঞ্জশিরকে তালিবানদের দখলে চলে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে আমরুল্লাহ সালেহর বাহিনী?