নর্ড স্ট্রিম হামলার সঙ্গে কিয়েভ জড়িত নই: জেলেনস্কির সহযোগী

author-image
Harmeet
New Update
নর্ড স্ট্রিম হামলার সঙ্গে কিয়েভ জড়িত নই: জেলেনস্কির সহযোগী

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহকারী মঙ্গলবার বলেছেন, গত বছর নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার সঙ্গে কিয়েভ জড়িত ছিল না এবং কী ঘটেছিল সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেনে রুশ আগ্রাসনের সাত মাস পর বিস্ফোরণের জন্য ইউক্রেনপন্থী একটি গোষ্ঠী দায়ী। এক বিবৃতিতে মাইখাইলো পোডোলিয়াক বলেন, "নিঃসন্দেহে, পাইপলাইনে বাড়াবাড়ির সঙ্গে ইউক্রেন একেবারেই জড়িত নয়। এটা বিন্দুমাত্র অর্থ বহন করে না।" তিনি আরও বলেন, 'ইউক্রেনের কাছে ঠিক কারা জড়িত সে সম্পর্কে কোনো তথ্য নেই, তবে ধারণা করা হচ্ছে যে এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য রাশিয়ার প্রচেষ্টাকে দায়ী করা হতে পারে।'