মিশরে ট্রেন দুর্ঘটনাঃ নিহতদের পরিবারকে এক লাখ ইজিপি ক্ষতিপূরণ ঘোষণা

author-image
Harmeet
New Update
মিশরে ট্রেন দুর্ঘটনাঃ নিহতদের পরিবারকে এক লাখ ইজিপি ক্ষতিপূরণ ঘোষণা

নিজস্ব সংবাদদাতাঃ মিশরের রাজধানী কায়রোর উত্তরে মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দুইজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় সামাজিক সংহতি মন্ত্রী নেভিন এল-কাব্বাজ মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা করেছেন যে সরকার কালিউব স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০০,০০০ ইজিপি ক্ষতিপূরণ প্রদান করবে। আল-কাব্বাজ বলেন, 'দুর্ঘটনার ফলে যারা স্থায়ী ভাবে প্রতিবন্ধী হয়ে পড়বেন তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ১ ০০,০০০ ইজিপি দেওয়া হবে।' মন্ত্রী উল্লেখ করেন যে সমস্ত আহত এবং তাদের পরিবার প্রয়োজনীয় সামাজিক সেবা পাবে। তবে যারা আহত হয়েছেন তাদের জন্য আর্থিক ক্ষতিপূরণের কথা উল্লেখ করেননি তিনি। এল-কাব্বাজ আরও বলেন, "সম্পদ সংগ্রহ এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য বেসরকারী সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে সমন্বয় চলছে।"