নিজস্ব সংবাদদাতাঃ মিশরের রাজধানী কায়রোর উত্তরে মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দুইজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশে ধারাবাহিক রেল দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ ছিল। জানা গিয়েছে, নীল নদের বদ্বীপের মেনুফ শহরে যাওয়ার পথে কালিউব শহরের একটি স্টেশন দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। কমপক্ষে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের ভুলের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।