মেক্সিকোতে নিহত আমেরিকানদের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১

author-image
Harmeet
New Update
মেক্সিকোতে নিহত আমেরিকানদের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১

নিজস্ব সংবাদদাতাঃ তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিয়ারিয়াল জানিয়েছেন, দুই মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় অন্তত একজনকে আটক করা হয়েছে। গভর্নর জানিয়েছেন, ওই ব্যক্তির বয়স ২৪ বছর। জানা গিয়েছে, অভিযুক্ত 'ভুক্তভোগীদের ওপর নজরদারির কাজ' করছিলেন। অপহৃত চার আমেরিকানকে মেক্সিকোর মাতামোরোসের বাইরে একটি 'কাঠের বাড়িতে' পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন জীবিত এবং দুজন মারা গেছেন বলে জানিয়েছেন গভর্নর। ভিয়ারিয়াল বলেন, "অপরাধমূলক ঘটনার তিনদিনের মধ্যে চারজনকে একটি ক্লিনিকসহ বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং উদ্ধার প্রচেষ্টা এড়ানো যায়।"