নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর সীমান্তবর্তী শহর থেকে সশস্ত্র বন্দুকধারীদের হাতে অপহৃত চার আমেরিকানের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং দুজনকে জীবিত পাওয়া গেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিয়ারিয়াল আনায়া বলেন, 'অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মীরা এখন জীবিতদের চিকিৎসা করছেন।' চলমান তদন্তের সঙ্গে যুক্ত এক মার্কিন কর্মকর্তা বলেন, 'মাতামোরোসের একটি মেডিকেল ক্লিনিকে ওই চার আমেরিকানকে রাখা হয়েছে। বেঁচে যাওয়া দুজনের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে।' তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওসও বলেন, "যৌথ অনুসন্ধান অভিযান থেকে গত শুক্রবার স্বাধীনতা বঞ্চিত চার আমেরিকান নাগরিকের সন্ধান পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত, দুজন মারা গেছে। দোষীদের ধরতে তদন্ত ও গোয়েন্দা কাজ অব্যাহত রয়েছে।"