নিজস্ব সংবাদদাতাঃ আসাম রাইফেলসের লুংলেই ব্যাটালিয়ন গত ১৯ আগস্ট মিজোরামের লংতলাই জেলার ভারত-মায়ানমার সীমান্তের কাছ থেকে উদ্ধার করেছে অস্ত্র শস্ত্র, গোলাবারুদ সহ অন্যান্য যুদ্ধ সামগ্রী। সূত্রের খবর, উদ্ধার করা ওই সামগ্রীর মধ্যে ছিল তিনটি পিস্তল, ১৭৪ রাউন্ড গুলি, ৩ কেজি বিস্ফোরক, ৯টি ডিটোনেটর। এছাড়াও মোবাইল ফোনের কিছু আইডিও উদ্ধার হয়েছে এদিন।