নাচে, গানে উখরার বসন্ত উৎসব

author-image
Harmeet
New Update
নাচে, গানে উখরার বসন্ত উৎসব
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার উখরা গ্রামে পালিত হল বসন্ত উৎসব। ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের উদ্যোগে এদিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় নবভারতী ক্লাব প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি শুরু হয়। শেষ হয় পুরাতন হাটতলায় গোপীনাথজিউ মন্দির প্রাঙ্গণে। সেখানে হয় উৎসবের মূল অনুষ্ঠান। এদিনের উৎসবে অংশ নেয় কোল্ডফিল্ড ড্যান্স কলেজ, সহজপাঠ ছান্দিক নৃত্য গোষ্ঠী, উখড়া চেম্বার অব কমার্স, রোটারি ক্লাব, মালঞ্চ সাহিত্য গোষ্ঠী সহ একাধিক নাচের দল, সামাজিক সংগঠন, ক্লাব। ডান্ডিয়া নাচ, গান, কীর্তন সহ একাধিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছিল। সংগঠনের চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় জানান, রঙের উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই প্রতি বছর বসন্ত উৎসবের অনুষ্ঠান আয়োজন করা হয়। অন্য দিকে খান্দরা গ্রাম লাভার্স গ্রুপ, শিশু মহল নাট্যগোষ্ঠী ও নব চেতনা ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের যৌথ উদ্যোগে খান্দরা গ্রামেও বসন্ত উৎসবের অনুষ্ঠান হয়।