নিজস্ব সংবাদদাতাঃ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর জানিয়েছে, বেলারুশের বিমান ঘাঁটিতে নাশকতার চেষ্টার অভিযোগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা এক 'সন্ত্রাসী'কে আটক করা হয়েছে। বেলারুশের সরকারবিরোধী কর্মীরা গত মাসে বলেছিলেন, বেলারুশের রাজধানী মিনস্কের নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলায় তারা রাশিয়ার একটি অত্যাধুনিক সামরিক নজরদারি বিমান উড়িয়ে দিয়েছে, আর এরপরই শুরু হয়েছিল তদন্ত।