নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিভিন্ন জেলার ১৪২টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার (এফএসআই) তথ্য অনুযায়ী, দাবানলের শীর্ষে রয়েছে ওড়িশার ১৪২টি দাবানল, তারপরে ছত্তিশগড়ে ৫৮ টি, অন্ধ্রপ্রদেশে ৪৮ টি, তেলেঙ্গানায় ৩৭ টি, ঝাড়খণ্ড ও কর্ণাটকে ৩২ টি করে এবং মহারাষ্ট্রে ১৫ টি। অন্যান্য বেশ কয়েকটি রাজ্যেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে সংখ্যায় কম।