নিজস্ব সংবাদদাতাঃ শান্তি নেই আফগানিস্তানে। তালিবান দ্বারা দেশ দখল হওয়ার পর থেকে প্রানে বাঁচতে মরিয়ে আফগানবাসী নিজের সব সম্বল ফেলেই ওই দেশ ছেড়ে পালাচ্ছে। যারা পালাতে পারেনি তারা আটকে পড়েছে তালিবান শাসনে। অস্ত্র হাতে বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে তালিবানরা।