নিজস্ব সংবাদদাতাঃ কোলের দুধের শিশুকে মার্কিন সৈনিকের হাতে তুলে দিলেন মা। এই আশায় যাতে প্রানে বেঁচে যায় তার সন্তান। এ এক নির্মম দৃশ্য। তালিবান শাসন থেকে ছেলের প্রান বাঁচাতেই বুকে পাথর চাপিয়ে কাবুল এয়ারপোর্টের প্রাচীরের উপর থেকে মার্কিন সৈনিকের হাতে শিশুকে তুলে দিলেন মা। এমনকি তিনি জানেন না ভবিষ্যতে সন্তানের সঙ্গে আর দেখা হবে কিনা।