ফের পিকে-কে নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক

author-image
Harmeet
New Update
ফের পিকে-কে নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক

নিজস্ব সংবাদদাতা তৃণমূলের বৈঠকে অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন প্রশান্ত কিশোরের টিমের কর্মীরা। সাংবাদিকদের সামনে পড়ে গাড়িতে না উঠে ছুটে ঢুকলেন তৃণমূলের দলীয় কার্যালয়ে। শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুরারইয়ে। শনিবার বিকেলে মুরারই দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকে টিমের কর্মীরা। বৈঠকে যোগ দিতে সবুজ রঙের গাড়িতে আসেন পিকে টিমের কর্মীরা। গাড়ির সামনে লালকালিতে লেখা ছিল, "অন ডিউটি। গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল"। সেই বোর্ডে অশোক স্তম্ভেরও অবমাননা করা হয়েছে বলে অভিযোগ।পিকের টিমের গাড়ির চালক সুশান্ত দাস বলেন, "আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি। পিকের লোক গাড়িতে যাতায়াত করে। কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারব না"।এই বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয় বীরভূম জেলা জুড়ে।