নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র 'ইচ্ছাকৃতভাবে' উত্তেজনা বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সিউল ও ওয়াশিংটন ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত ১০ দিনেরও বেশি বড় আকারের সামরিক মহড়ার ঘোষণা দেওয়ার পর এই অভিযোগ আসে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কোরীয় উপদ্বীপের উপকূলে দুই দেশের যুদ্ধবিমানএকসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'আমাদের বারবার সতর্ক বার্তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।' বিবৃতিতে আরও বলা হয়, "উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মার্কিন পরিকল্পনাটি প্রকৃত যুদ্ধের পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।" যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলেছে, আসন্ন পরিকল্পিত মহড়া প্রতিরক্ষামূলক, তবে পিয়ংইয়ং এটিকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, 'যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দায়িত্বজ্ঞানহীন ও উদ্বেগজনক পেশী-ফ্লেক্সিংয়ের জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি, যারা ক্রমাগত কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে একটি অপ্রত্যাশিত অবস্থায় ঠেলে দিচ্ছে।' বিবৃতিতে বলা হয়, 'উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার সামরিক বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।'