নিজস্ব সংবাদদাতাঃ পেরুর দক্ষিণাঞ্চলে বিক্ষোভ থেকে বাঁচতে নদী পার হতে গিয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা। পেরুর দক্ষিণাঞ্চলীয় পুনো অঞ্চলে একটি নদী পার হওয়ার চেষ্টা করার সময় পেরুর সেনাবাহিনীর সদস্যরা নিখোঁজ হন, যেখানে সাবেক রাষ্ট্রপতি পেদ্রো কাস্তিলোর কারাগার থেকে মুক্তি এবং তার উত্তরসূরি দিনা বোলুয়ার্তের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। পেরুর সরকারের মতে, এই অঞ্চলে সামরিক অভিযান জোরদার করার চেষ্টা করার সময় বিক্ষোভকারীরা সৈন্যদের উপর হামলা চালায়। তারপরে তারা একটি বিপজ্জনক নদী অতিক্রম করে "বিকল্প পথ" বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং স্রোতে ভেসে গিয়েছিল। পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড জানিয়েছে, এক সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।