নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ডের সাউথ ডেভনের একটি সৈকতে অচেতন অবস্থায় পাওয়া ১৪ বছর বয়সী ইউক্রেনীয় শরণার্থী কিশোরীর মৃত্যু হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ। মেয়েটির মৃত্যুকে "অব্যক্ত" হিসাবে বিবেচনা করা হচ্ছে। ডেভন ও কর্নওয়াল পুলিশের গোয়েন্দা পরিদর্শক বেকি ডেভিস বলেন, 'শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ডাউলিশ এলাকা থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের ফোন করা হয়।' ডেভিস বলেন, 'পুলিশের হেলিকপ্টার ও কোস্টগার্ডের সহায়তায় স্থানীয়ভাবে তল্লাশি চালানো হয় এবং ডাউলিশ সৈকতে একজন অচেতন কিশোরীকে পাওয়া যায়। পরে তাকে হেলিকপ্টারে করে রয়্যাল ডেভন অ্যান্ড এক্সেটার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনুষ্ঠানিকভাবে সনাক্তকরণ করা হয়েছে এবং নিকটাত্মীয়দের অবহিত করা হয়েছে।' ডেভিস বলেন, "নিহত মেয়েটি ইউক্রেনের নাগরিক এবং তিনি ডাউলিশ এলাকায় বসবাস করতেন। ইউক্রেনের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছে।"