নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের আমন্ত্রণে মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো ৭-১০ মার্চ ভারতের নয়াদিল্লি সফর করবেন। জানা গিয়েছে, সফরকালে ভারত-মার্কিন বাণিজ্যিক সংলাপ এবং সিইও ফোরাম ১০ ই মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে যাতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করা যায় যা দু'দেশের মধ্যে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ উন্মোচন করতে পারে। বাণিজ্যিক সংলাপ একটি সমবায় উদ্যোগ যা বাণিজ্যকে সহজতর করার লক্ষ্যে এবং বিস্তৃত অর্থনৈতিক খাতে বিনিয়োগের সুযোগকে সর্বাধিক করার লক্ষ্যে বেসরকারী খাতের বৈঠকের সঙ্গে একত্রে নিয়মিত সরকার-থেকে-সরকার বৈঠককে অন্তর্ভুক্ত করে।