নিজস্ব সংবাদদাতাঃ দুই বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে ক্ষমতাসীন সামরিক বাহিনীর সমালোচকরা বলছেন, মিয়ানমারে সৈন্যরা বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়ে অন্তত ১৭ জনকে ধর্ষণ ও হত্যা করেছে। মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং অঞ্চলের নিয়াং ইয়িন ও তার তাইং গ্রামে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরকার বিরোধী প্রতিরোধের সদস্যরা। সরকার বিরোধী প্রতিরোধের সদস্যরা বলেন, 'নিহতদের সামরিক বাহিনী আটক করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে হত্যার আগে নির্যাতন করা হয়েছে বলে মনে হচ্ছে।'