নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে 'যৌথ অবকাঠামো প্রকল্প' সহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। জানা গিয়েছে, পুতিন ও রাইসি টেলিফোনে আলোচনা করেছেন এবং ইরান ও রাশিয়া উভয় পক্ষই রাশিয়া-ইরান সম্পর্কের উন্নয়নের স্তর এবং গতিশীলতা সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন করেছে। ক্রেমলিন জানিয়েছে, 'যৌথ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।'